শোরুমের ইন্টারভিউতে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেই চাকরি
এসএসসি ও এইচএসসি পাসের শোরুমে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোও কিন্তু আমাদের চ্যানেলেই রয়েছে। সেগুলো দেখে আপনিও করে ফেলতে পারেন দ্রুত আবেদন।
ভিউয়ার প্রথমেই আপনাকে বলা হবে..
১. আমাদের কোম্পানি বা শোরুম সম্পর্কে আপনি কতটুকু জানেন?
এই প্রশ্নের উত্তরে আপনাকে কোম্পানি বা শোরুমের বিষয়ে গবেষণালব্ধ উত্তর দিতে হবে। আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন সেই কোম্পানির প্রোডাক্ট কি কি। আপনি কীভাবে তাদের প্রোডাক্টগুলো সেল করবেন, বাজারে কোম্পানির কোন প্রোডাক্ট ভালো বিক্রি হয়, কোম্পানির প্রতিদ্বন্দ্বীরা কোন কোন প্রোডাক্ট সেল করে ইত্যাদি বিবরণ দেবেন। আপনি যদি সঠিকভাবে কোম্পানি সম্পর্কে বলতে না পারেন তাহলে কিন্তু নিয়োগকর্তারা বুঝবে যে আপনি শুধু চাকরি খুঁজতে ব্যস্ত। চাকরি করার প্রয়োজন নেই আপনার। কাজের প্রতি আপনি ডেডিকেডেট না। যারা কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে তারপর ইন্টারভিউতে যায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট করা হয়। কেননা কোম্পানির ধারণা এই ধরনের মানুষেরা কোম্পানিতে দীর্ঘদিন থাকে এবং কোম্পানির উন্নয়ন করে। তাই আপনার উত্তরে তারা সন্তুষ্ট হবে।
এরপরই প্রশ্ন করা হবে...
২. এই কোম্পানিতে বা শোরুমে কাজের মাধ্যমে আপনি কী কী অর্জন করতে চান?
এই সময়টাতে আপনাকে অনেক চিন্তাভাবনা করে উত্তর দিতে হবে। বাস্তাবসম্মত উত্তর দিলে কোম্পানি আপনাকে গুরুত্ব দেবে। আপনাকে বস্তববাদী উচ্চাভিলাষী উত্তর দিতে হবে। বলতে হবে আপনার লক্ষ্য থাকবে সেলসম্যানের পদে জয়েন করে, খুব বড় একটি পদে যাওয়া এবং সেটি এই কোম্পানিরই। আপনি যদি কোম্পানির আগের কর্মকাণ্ড সম্পর্কে ভালোমতো জেনে ইন্টারভিউতে যান তাহলে কিন্তু অনেক উচ্চাভিলাষী উত্তরগুলো দিতে পারবেন। সবসময় চাইবেন নিজের ইথিকস ঠিক রেখে কোম্পানির উন্নতি হয় এমন কাজ করতে। মনে রাখবেন নিজের ক্যারিয়ারের বিষয়ে যারা বড় বড় আশা করে, তারা কিন্তু কর্মঠ কর্মী হয়। এবং তাদেরই ইন্টারভিউতে সিলেক্ট করা হয়।
এরপরই আপনাকে জিজ্ঞেস করা হবে?
৩. এই পদে চাকরির জন্য আপনি কী ধরনের প্রস্তুতি নিয়েছেন?
এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাকে বোঝাতে হবে এই চাকরির পদের জন্য আপনি আসলেই দৃঢ় প্রতিজ্ঞ। কেউ যদি বলে যে সে আগে থেকেই আপনার কোম্পানির কাজের ব্যাপারে অবগত এবং তার পরিচিত কারো মাধ্যমে আগেই আপনার কোম্পানির কর্মকান্ড পর্যবেক্ষণ করেছে, তাহলে নিয়োগকর্তা বুঝবে যে আপনি কাজ করার বিষয়ে আসলেই আগ্রহী। যাদের আগ্রহ ও দৃঢ়তা থাকে, তাদের কাজে সফল হবার সম্ভাবনাও বেশি থাকে। তাই এমন উত্তর দিলে আপনাকে অবশ্যই সিলেক্ট করা হবে।
এরপর আপনাকে কিছু কমন প্রশ্ন করা হতে পারে। সেগুলোও জেনে নিন। আপনার জন্য খুবই উপকারি।
আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার নাম কি?
আপনি কোথায় থাকেন?
আপনার বয়স কত?
আপনার দেশের বাড়ি কোথায়?
আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন?
কতদিন করছেন?
সেখানে আপনার কি কি কাজ করতে হয়?
সেই চাকরিটি কেন ছাড়বেন?
বিক্রয়ের ক্ষেত্রে আপনি নিজেকে সফল বলে মনে করেন কি-না?
যদি করেন তবে কেন?
আপনি একটি নতুন পরিবেশে কতটা মানিয়ে নিতে পারেন?
আপনি বেতন কত নেবেন। ইত্যাদি।
কোন মন্তব্য নেই