জীবন সহজ করে দেওয়া ৫ স্কিল 🔥🔥 Must have student life skills, career skills 🔥 Shohoj Solution
student life skills |
৫. মাইক্রোসফট এক্সেল
মাইক্রোসফট এক্সেলে বিশাল সংখ্যার ডাটা সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায় খুব সহজে৷ মাইক্রোসফট এক্সেল জানলে চাকরির ক্ষেত্রে আপনার দ্রুত পদন্নোতি হবে। আপনার কর্মক্ষেত্রে যেকোনো কাজে অন্যদের থেকে বেশি সুবিধা পাবেন। এক্সেল দিয়ে আপনি বিশাল পরিমাণ ডাটা সংরক্ষণ করতে পারবেন৷ শুধু তাই নয়, এক ডাটার সাথে আরেক ডাটার সম্পর্কও খুঁজে বের করতে পারবেন সহজেই।
৪. ফটোশপের কাজ
ফটোশপ হলো এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি ছবি এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং ডিজিটাল আর্ট করতে পারবেন। এই সফটওয়্যারটির শুধুমাত্র বেসিক কাজ জানলেই অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন আপনি। ছোট ছোট ডিজাইন থেকে শুরু করে বড় বড় ডিজাইনও আপনি এডোবি ফটশপের মাধ্যমে করে ফেলতে পারবেন। তাই দেরি না করে এখনই ফটোশপের বেসিক কাজ গুলো শিখে নিন।
৩. টাইপিং
কিবোর্ড না দেখেই টাইপিং করতে পারা একটি অভাবনীয় স্কিল। এই স্কিলটি থাকলে আপনি আশপাশের অনেকের থেকে শতগুন এগিয়ে থাকবেন। এখন কম্পিউটারের যুগ। আপনার সব কাজেই কমবেশি টাইপ করতে হবে। কম্পিউটারে অথবা মোবাইলে না দেখে টাইপ করার স্কিল অর্জন করতে পারলে সবকাজ খুব সহজে নিজেই করতে পারবেন।
২. ইমেইলিং
আমরা অনেককেই দেখি ঠিকমতো ইমেইল করতে পারে না। এমনকি ঠিকমতো ইমেইলের সাবজেক্টই লিখতে পারেনা। অথচ এখন যেকোনো চাকরিতেই ইমেইল ব্যবহার করতেই হয়। আপনি সেলসম্যান, ডেলিভারিম্যান থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন না কেন। যদি ইমেইল ব্যবহার না জানেন তাহলে আশপাশের অনেকের থেকে পিছিয়ে যাবেন। তাই এই সহজ কাজটি শিখে নিতে পারলেই চাকরির বাজারে হাজার হাজার মানুষের থেকে এগিয়ে থাকবেন আপনি।
১. বেসিক আইট নলেজ
যেহেতু এখন ডিজিটাল যুগ। সেহেতু আপনাকে ডিজিটাল জিনিস সমন্ধে ধারণা রাখতেই হবে। শুধু কম্পিউটার নয়, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি বিষয়ে আপনি যত আগ্রহী হবেন। বাস্তব জীবনে আপনি তত মানুষের থেকে এগিয়ে থাকবেন। ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটিতে আপনার বেসিক নলেজ যদি থাকে তাহলে যেকোনো চাকরির ইন্টারভিউ, ব্যবসা, কর্মক্ষেত্র সব জায়গায় আপনি সবার থেকে ওপরে থাকবেন।
প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন। ধন্যবাদ।
skills,student life skills,skill development,qualification,excel,photoshop,learn excel,learning,learn new,student career,typing,basic it,technology,shohoj solution,
From This Video you can learn :
1. How to growth Skills,
2. Student Life skills,
3. Skill Development,
4. qualification,
why need to learn Microsoft Excel,
Why need to learn Adobe Photoshop,
Why need to learn Typing,
Why need to learn basic IT Knowledge,
9. Technology skill,
10. Shohoj Solution,
কোন মন্তব্য নেই