২৮০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, এইচএসসি পাসেও আবেদন
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ০৪টি পদে ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম ও পদ সংখ্যা :
জোনাল ম্যানেজার : ২০জন
এক্সিকিউটিভ / প্রিন্সিপাল অফিসার প্লাজা : ৬০ জন
ফিল্ড অফিসার : ১৫০ জন
ম্যানেজার / সহকারী ম্যানেজার : ৫০ জন
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
পরীক্ষার স্থান: যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, করপোরেট অফিস, কুড়িল, প্রগতি স্বরণী, বারিধারা, ঢাকা-১২২৯।
জোনাল ম্যানেজার পদের কাজ কী এবং বেতন কত?
প্লাজার নির্ধারিত ফরমে প্রতিমাসে মাসিক প্রতিবেদনে সঠিক তথ্য ও বিশ্লেষন দিয়ে প্রধান কার্যালয়ে পাঠানো। মাসিক টার্গেট বাস্তবায়নে ভূমিকা রাখা। সমস্যাবহুল এলাকায় মাঠ পরিদর্শনে অগ্রাধিকার প্রদান করা। কর্ম এলাকার সকল বিষয়ে অবগত থাকা। নিয়ম অনুযায়ী আওতাধীন কর্মীদের ছুটি অনুমোদন করা। রিপোর্টিং কর্মকর্তার নির্দেশ অনুযায়ী যে কোন দায়িত্ব পালন করা । একজন জোনাল ম্যানেজারের বেতন মূলত ৪০ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে হয়ে থাকে। তবে সেটা অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে।
এক্সিকিউটিভ / প্রিন্সিপাল অফিসার প্লাজা এর কাজ কী বেতন কত?
প্লাজাতে প্রিন্সিপাল অফিসার অথবা এক্সিকিউটিভ এর কাজ হলো ওই প্লাজার সব ধরণের কার্যকলাম তত্ত্বাবধান করা। ব্যাবসায় বৃদ্ধির উদ্দেশে পণ্যের চাহিদা নির্ধারণ করা। মার্কেটিং পরিকল্পনা করা। অথবা অধস্তন কর্মীদের দিকনির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেওয়া। এই পদে বেতন ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে হয়ে। অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে কম বেশি হতে পারে।
ফিল্ড অফিসারের কাজ কী বেতন কত?
ফিল্ড অফিসাররা নির্দিষ্ট এলাকায় ঘুরে বাজার জরিপ করে থাকেন। কোম্পানির নির্দেশনা অনুযায়ী পণ্যের চাহিদা, যোগান ইত্যাদি জরিপ করেন। সরাসরি পণ্যের মার্কেটিং করে থাকেন। এছাড়া উচ্চপদে কর্মকর্তাদের নির্দেশনা পালন করে থাকেন। এই পদে বেতন ১৮ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে হয়ে। অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে কম বেশি হতে পারে।
ম্যানেজার / সহকারী ম্যানেজার এর কাজ কী বেতন কত?
ম্যানেজার বা সহকারী ম্যানেজার নির্দিষ্ট একটি প্লাজার দায়িত্বে থাকবেন। তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে রিপোর্ট করবেন। প্লাজার সব কর্মী ও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার মাধ্যমে কাজ করিয়ে মাসিক টার্গেট পূরণ করবেন। এই পদে বেতন ১৮ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে হয়ে। অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে বেতন কম বেশি হতে পারে।
From Which Source have you posted this ? I have encountered many fraud circulars before. Is this a fraud? Otherwise give the link to the circular from where you got it.
উত্তরমুছুন