Recent comments

Breaking News

চাকরির জন্য আবেদন পত্র লিখার নিয়ম


কোম্পানিতে চাকরির আবেদন পত্র লিখার নিয়ম

বরাবর, 

মানবসম্পদ বিভাগ

ঠিকানা………………………………………

বিষয় : ফিল্ড অফিসার পদে চাকরির আবেদন। 

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত ………………তারিখের ……………… পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার প্রতিষ্ঠানে ……………………… পদে জনবল আবশ্যক। আমি ওই পদের একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য নিম্নে দাখিল করলাম ।


১. নাম :    …………………………………………………………………


২. পিতার নাম :   ……………………………………………………………          


৩. মাতার নাম :    ……………………………………………………………           


৪. স্থায়ী ঠিকানা : ……………………………………………………………………………         


৫. বর্তমান ঠিকানা : …………………………………………………………………………    


৬. জন্ম তারিখ : ……………………………………………………………


৭.  ধর্ম:  ……………………………………………………………………


৮.  জাতীয়তা : বাংলাদেশি  


৯. শিক্ষাগত যোগ্যতা :        

পরীক্ষার নামবিভাগ/বিষয়পাশের সাল জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের সন
এস এস সি
এইচ এস সি
স্নাতক


১০. অভিজ্ঞতা : ………………………………………………………………………


অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ দিলে নিষ্ঠার সাথে কর্তব্য পালনে তৎপর থাকব।


তারিখ : ………………………                     বিনীত

ঠিকানাঃ ………………………                                 নাম : ……………………


সংযুক্তি :

(ক) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট -এর সত্যায়িত কপি দিতে হবে।

(খ) চারিত্রিক সনদপত্র পত্রের সত্যায়িত কপি দিতে হবে।

(গ) অন্যান্য সনদপত্র যদি থাকে সত্যায়িত কপি দিতে হবে ।

(গ) অভিজ্ঞতার সনদ যদি থাকে দিতে হবে।

(ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন সত্যায়িত ছবি দিতে হবে।


কোন মন্তব্য নেই