Recent comments

Breaking News

যোগ্যতা থাকলেও ইন্টারভিউতে ডাক না পাওয়ার কারণ Shohoj Solution

চাকরির ইন্টারভিউ

আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্সে অথবা কমেন্টে জানান, আবেদন করার পরেও কেন ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না। বিষয়টি নিয়ে কিছু গবেষণা করে বেশ কিছু কারণ পেয়েছি। আজকের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করবো। আসলে আপনার ইন্টারভিউয়ের জন্য ডাক না পাওয়ার প্রধান কারণ হচ্ছে অসম্পূর্ণ ও ভুলে ভরা সিভি। 

আপনি যখন কোনো চাকরিতে আবেদন করেন, তখন আপনার সিভিটি পৌঁছে  যায় কোম্পানির কাছে।  কোম্পানি কিন্তু আপনাকে চেনে না, কোম্পানি দেখবে আপনার সিভি। একদিকে প্রতিযোগিতামূলক চাকরির বাজার তার ওপর আপনার সিভি যদি অসম্পূর্ণ ও ভুলে ভরা থাকে, তাহলে আপনার ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সম্ভাবনা একদমই নেই। অসম্পূর্ণ সিভি দেখার পর নিয়োগকর্তাদের মাথায় একটা জিনিসই ঘুরবে। সেটা হলো যে ব্যক্তি নিজের সিভি ঠিকভাবে তৈরি করতে পারে না, তাকে আমাদের কোনো কাজেই আসবে না।

তাই প্রতিযোগিতার এই বাজারে চাকরি পেতে হলে দক্ষ হবার পাশাপাশি নিজের সিভিটা সুন্দরভাবে তৈরি করতে হবে।  সব তথ্য নির্ভুল হতে হবে এবং আপনার সিভিটা অসম্পূর্ণ রাখা যাবে না।  তাহলেই ইন্টারভিউয়ে আপনার কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। দেরি না করে আজই যত্নসহকারে তৈরি করে ফেলুন আপনার সিভি প্রোফাইলটা। 

সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি একটি পূর্ণাঙ্গ সিভিতে কী কী তথ্য থাকে?

প্রথমেই আপনার ব্যক্তিগত তথ্য দেবেন। আপনার নাম, ফোন নাম্বার ও ইমেইল ঠিকানা ইত্যাদি। সিভিতে একটি সুন্দর ছবি দেবেন। 

এরপর খুব সংক্ষেপে নিজের পরিচয় দিতে হয়। এটি ইংরেজিতে ‘Personal Statement’ বা ‘Objective’ হিসাবে পরিচিত। আপনি কোন ধরনের ক্যারিয়ার গড়তে চান ও সে ক্যারিয়ারের সাথে বর্তমান চাকরি কীভাবে সম্পর্কযুক্ত, সে ব্যাপারে ১০০ শব্দের মধ্যে লিখুন।

এরপর আপনার কাজের অভিজ্ঞতা দেবেন। আপনি এর আগে কোন ধরনের কাজ করেছেন, তা এ অংশে বর্ণনা করুন। সাম্প্রতিক কাজের কথা সবার আগে লিখবেন। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন। এরপর আপনার দক্ষতা ও অর্জনগুলো তুলে ধরুন। এরপর একটি রেফারেন্স দিবেন অবশ্যই।  আপনার কাজ বা দক্ষতা ও যোগ্যতা নিয়ে ভালো ধারণা রয়েছে এমন ২ বা ১ জন ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য রেফারেন্স হিসাবে দিন। তবে আগেই তাদের অনুমতি নিয়ে রাখুন। তবে, সব চাকরির জন্য রেফারেন্স অংশ থাকার বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে নিয়োগদাতারা আপনার কাছে এ ব্যাপারে তথ্য চাইতে পারেন। আর আপনাদের সিভি তৈরিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের বুঝিযে দেবো একটি পূর্ণাঙ্গ সিভি কীভাবে তৈরি করবেন। ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেইল বাটনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ।  


কোন মন্তব্য নেই