Recent comments

Breaking News

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায়

তামান্না আক্তার, স্টাফ রিপোর্টার: কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শুরু করা যাচ্ছে না কলেজ ভর্তি প্রক্রিয়া। তবে এখনই কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু না করলে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী পড়াশুনায় পিছিয়ে পড়বে, যা পরবর্তীতে সমন্বয় করা কষ্টসাধ্য হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ১ সপ্তাহ পর শুরু হয় কলেজ ভর্তি প্রক্রিয়া। তবে এ বছর করোনা মহামারীতে সেটি সম্ভব হয়নি। দীর্ঘ দিন অপেক্ষার পর এসএসসি পরীক্ষার ফল মিললেও এখন কলেজ ভর্তি নিয়ে উদ্বিগ্ন সদ্য পাস করা শিক্ষার্থীরা।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, ভর্তি কবে হবে বা ক্লাশ কবে শুরু হবে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এ পরিস্থিতিতে সেশন জটের সম্ভাবনাও দেখা দিয়েছে। 
গত ৩১ মে ফল প্রকাশ করা হয় এসএসসি পরীক্ষার। এ বছর পরীক্ষায় পাশ করছে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী, আর সারাদেশে আসন সংখ্যা রয়েছে ২৯ লাখ। ঢাকা শিক্ষা বোর্ড জানায়, ভর্তি প্রক্রিয়া সময়মত শুরু করতে সব প্রস্তুতি ছিল তাদের।
কিন্তু শিক্ষাবর্ষ পঞ্জিকায় গড়মিল ঘটায় করোনা মহামারী আর তাই এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ২০ দিন পরই কলেজ ভর্তি শুরু হবে বলে জানান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, আমরা মনে করি আমরা যেভাবে কাজগুলো তৈরি করে রেখেছি তাতে পরিবেশ স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম শুরু করতে পারবো। 
তবে এখনই ভর্তি প্রক্রিয়া শুরু করে অনলাইনে ক্লাস নেয়ার পরামর্শ শিক্ষাবিদদরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান জানান, ভর্তি কার্যক্রমটা শুরু করে ফেলতে হবে। শুরু করে তারা বসে থাকবে ক্যানো? তাদেরকে তো অন্তত একটা সিলেবাস দেয়া যেতে পারে। ভর্তি যখন হয়ে যাবে তখন শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নিশ্চিত হবে।  

কোন মন্তব্য নেই